ইনজেকশনের দ্বারা গাভীর প্রজনন ব্যাবস্থা কে কৃত্তিম প্রজনন বলে ১০০% বিদেশি বীজ ১০০% দেশি গাভীতে প্রয়োগ করলে ঐ দেশি গাভি হতে প্রথমবারেই ৫০% বিদেশি বাছুর পাওয়া যায়। তাই অর্ধ বিদেশি ষাড় দিয়ে প্রযনন করার চেয়ে ইনজেকশনের মাধ্যমে করাই ভালো
ইউপি,তে
বাংলাদেশের অনেক কৃষক তার বাড়িতে গাভী পালন করে দুধ ও মাংস উতপাদন করে। কিন্তু তারা অনেকেই দেশি গাভী ও বাছুড় পালন করে থাকে। তাদের এই দেশি গাভী লালন পালনের প্রধান কারণ কৃত্তিম প্রযণনের সমস্যা। দেশি গাভীকে কৃত্তিম প্রযননের ব্যাবস্থা খুব একটা সুফল হয় না। তাই দেশের দ্ররিদ্র কৃষক ও গাভী পালনকারিরা কৃত্তিম প্রযনন প্রক্রিয়ায় বাছুর উতপাদন করতে ইচ্ছুক হন না। তাই আমি যানতে চাচ্ছি যে, এমন কোন স্থান বা সংস্থা আছে কি যেখানে যোগাযোগ করলে বাংলাদেশের দেশি গাভীদের উন্নত বীজ দ্বারা কৃত্তিম প্রজনন সহজেই ও কম খরচে করানো যায়?
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS